ফটিকছড়িতে মর্মান্তিক ঘটনা: শয়নকক্ষে মায়ের ঝুলন্ত লাশ, বিছানায় নিথর শিশু কন্যা
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৩৩
 
                                        চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসা থেকে মা ও তার ১৫ মাস বয়সী শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাজারের কামাল ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— আফরোজা আক্তার অ্যানি (২৫) এবং তার একমাত্র সন্তান আকিয়া আয়েশা। অ্যানি স্থানীয় ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বিপুলের স্ত্রী। বিপুল একজন এনজিও কর্মকর্তা হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কর্মরত।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আহমদ বলেন,
> “বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় শ্বশুর কামাল উদ্দিন দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালায় উঁকি দিয়ে দেখেন, অ্যানি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।”
ওসি আরও জানান,
> “অ্যানির গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত পাওয়া যায় এবং শিশুকন্যা আয়েশাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যানি প্রথমে মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পরে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে কোনো সন্দেহজনক আলামত উদ্ধার হয়নি।”
দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে আসে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।