কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে গলা কেটে হত্যা, আটক এক
কক্সবাজার প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮

কক্সবাজার সদরে রঞ্জন চাকমা (৫৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে বীরেন চাকমা (৫৪) নামে আরেক ব্যক্তি। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জন চাকমা রাঙামাটি জেলার বাসিন্দা। কয়েক দিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে কক্সবাজারে এসে বীরেন চাকমার ভাড়া বাসায় উঠেছিলেন তিনি। বীরেনও রাঙামাটি থেকে এসে সম্প্রতি ওই এলাকায় ভাড়া থাকছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে বীরেন চাকমা রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে রঞ্জনকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এরপর পালানোর সময় রক্তমাখা অবস্থায় স্থানীয়রা বীরেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস কালবেলা জানান, ঘাতক বীরেন মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়ায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।