চাঁপাইনবাবগঞ্জে যাদুপুর হাটে পানচাষিদের হতাশা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯

চাঁপাইনবাবগঞ্জের যাদুপুর পানের হাটে প্রতি পণ পান বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। পানের দাম কমে যাওয়ায় হতাশায় ভুগছেন স্থানীয় পানচাষিরা। সম্প্রতি যাদুপুর হাট ঘুরে দেখা গেছে এই চিত্র। এটি জেলার একমাত্র পানের হাট।
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর গ্রামে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বসে এই হাট। দুই ঈদের দিন বাদে সারা বছর চলে এখানে পানের বেচাকেনা। মহানন্দা নদীর পশ্চিমপাড়ে শিমুলতলা ও যাদুপুর গ্রামে রয়েছে দুই শতাধিক পানের বরজ। প্রায় আড়াইশ পানচাষির ঘিরেই জমজমাট হয় এ হাট। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে দুই ঘণ্টার কেনাবেচা শেষে পান নিয়ে যান খুচরা বাজারে।
চাষিদের অভিযোগ, বর্ষায় উৎপাদন বেড়ে গেলেও বাজারে চাহিদা কমে গেছে। ফলে ন্যায্যমূল্য মিলছে না। পানচাষি জুল্লুর রহমান বলেন, “প্রতিদিন হাটে পান নিয়ে আসি, কিন্তু বিক্রি করে সংসারের খরচও উঠে না।” আরেক চাষি গোলাম মোস্তফা জানান, “দুই-তিন মাস ধরে পানের দাম পড়ে গেছে। গত বছর বড় পান বিক্রি করেছি ২০০ টাকা পণ, মাঝারি ১৬০ টাকা, ছোট পান ৩০-৩৫ টাকা। এ বছর ৭০০ টাকার পান মাত্র ৬০ টাকায় দিতে হচ্ছে।”
চাষিদের মতে, বর্ষায় পানপাতা বেশি ধরলেও রোগবালাইয়ের প্রকোপ বাড়ে। এতে সার, খৈল ও কীটনাশকের অতিরিক্ত খরচ হয়। পানচাষি ময়েজ উদ্দিন বলেন, “গত বছর এ সময় বরজের খরচ উঠে গিয়েছিল। কিন্তু এ বছর এখন পর্যন্ত শুধু খরচ হচ্ছে; হাতে কোনো টাকা আসছে না।”
পাইকারদের ইচ্ছেমতো দাম নির্ধারণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পানচাষিরা। ফলে যাদুপুর হাটে চাষিদের মুখে এখন হতাশার ছাপ স্পষ্ট।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।