ধর্ম নিয়ে কটূক্তি: কুমিল্লায় ৪ মাজারে হামলা-আগুন!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে জেলার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে।
জানা গেছে, ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এর প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। এরপরও আজ সকালে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ জনতা কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ ও আবদু শাহ-এর মাজারে হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পেছনে যারা উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বলেছেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হলেও যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদেরও শনাক্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।