মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মাদারীপুর-১: ঘোষণার পরই প্রার্থীর মনোনয়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৮:২৬

সংগৃহীত

প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই বড় রদবদল! মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করলো বিএনপি।সোমবার মির্জা ফখরুল এই আসনে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করেছিলেন। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হলো, ‘অনিবার্য কারণবশত’ মনোনয়ন স্থগিত!

মনোনয়ন ঘোষণার পর থেকেই শিবচরে তীব্র বিক্ষোভ শুরু করে বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। এক্সপ্রেসওয়েতে টায়ারও পোড়ানো হয়! এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চরম সমালোচনা চলছিল কামাল জামান মোল্লাকে নিয়ে।

সাবেক আইজিপি বেনজীর আহমদ, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে তার ছবি শেয়ার করে অনেকেই তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দেন। ধারণা করা হচ্ছে, তীব্র বিক্ষোভ ও সামাজিক সমালোচনার চাপেই ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বিএনপি!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top