দ্য গার্ডিয়ানের রিপোর্ট
বাংলাদেশে কেন ফিরছে প্রতিহিংসার রাজনীতি?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২
আমি আর শ্বাস নিতে পারছি না। তোমরা আমাকে মেরে ফেলছো।—মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ফেসবুকের দেয়ালে এই শেষ আকুতি লিখেছিলেন সাংবাদিক জাইমা ইসলাম। যখন বাইরে মবের উল্লাস আর ভেতরে আগুনের দমবন্ধ করা ধোঁয়া।
দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক রিপোর্ট বলছে, বাংলাদেশে আশা জাগানিয়া ‘বাংলাদেশ ২.০’ যেন মব ভায়োলেন্সের আড়ালে ম্লান হয়ে যাচ্ছে। গত এক বছরে মব জাস্টিসের নামে প্রাণ হারিয়েছেন ১৮৪ জন। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় তিনগুণ বেশি!
১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো আর ডেইলি স্টার ভবনে যা হলো, তা কেবল ভাঙচুর নয়—একে বলা হচ্ছে মুক্ত গণমাধ্যমের ওপর এক ভয়াবহ আঘাত। স্বয়ং প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, সাংবাদিকদের বাঁচাতে না পারার লজ্জায় তার মাটির নিচে মিশে যেতে ইচ্ছে করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।