চাকিরপশার বিলের অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
সোহেল রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৩:৪১
দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ও কিছু ব্যবসায়ী কর্তৃক দখলকৃত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল অবশেষে উদ্ধার হলো। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিচালিত দুই দফা উচ্ছেদ অভিযানে মোট ৭০ একর আয়তনের বিলের প্রায় ৪৯ একর অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
উচ্ছেদ অভিযান শেষে উপজেলা প্রশাসন ১৫ মণ দেশি মাছের পোনা অবমুক্ত করে বিলের প্রাকৃতিক জলজ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করেছে। এতে বিলের নৈসর্গিক সৌন্দর্য ফিরেছে, এবং দূরদূরান্ত থেকে পর্যটকরা এখানে ভ্রমণে আসতে শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দা মো: আনোয়ার হোসেন বলেন, “আগে এই বিল শুধু মাছ ধরার এবং কৃষির জন্য ব্যবহৃত হতো। এখন এখানে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে, যা এলাকার অর্থনীতিকে উন্নত করছে।”
অন্যদিকে কাউনিয়ার জসিম সরকার জানান, “চাকিরপশার বিলের দৃশ্য সত্যিই অসাধারণ। শহরের কোলাহল ভুলে এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। যদি কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়, তবে এটি হয়ে উঠতে পারে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানিয়েছেন, “চাকিরপশার বিলের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পর্যটন সুবিধা বৃদ্ধির জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। শিগগিরই পর্যটনবান্ধব অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।”
পর্যটন বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা গ্রহণ করলে চাকিরপশার বিল উত্তরাঞ্চলের অন্যতম ইকো-ট্যুরিজম স্পট হিসেবে পরিচিত হতে পারে, যা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখবে।
বর্তমানে বিলজুড়ে ফুটে থাকা পদ্মফুল, শাপলা ও শালুক, ভাসমান নৌকা এবং নীল আকাশের প্রতিবিম্ব একত্রে তৈরি করছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গসদৃশ গন্তব্যে পরিণত হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।