বিচ্ছেদের পর নতুন ভালোবাসায় জেসিকা আলবা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৪:২৪
বিচ্ছেদের অন্ধকার কাটিয়ে ফের প্রেমে মজেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। সম্প্রতি সপ্তাহান্তে ওয়েস্ট হলিউডে অনুষ্ঠিত ‘বেবি টু বেবি’ গালা অনুষ্ঠানের লাল গালিচায় অভিনেতা ড্যানি রামিরেজের হাত ধরে হাজির হন তিনি। উপস্থিত অতিথিদের চোখে যেন স্পষ্ট বার্তা—আলবা আবারও ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করেছেন।
সূত্র জানিয়েছে, ওই রাতের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল আলবা ও রামিরেজের যুগল উপস্থিতি। ‘ডার্ক অ্যাঞ্জেল’-খ্যাত এই অভিনেত্রী পরে নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেন, যার একটির ক্যাপশন ছিল—“জেসিকা আলবা তার সুখের সময় পার করছেন।” ছবিগুলোর মধ্যে রামিরেজের সঙ্গে তার হাস্যোজ্জ্বল মুহূর্ত যেন অনেক প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দেয়।
অনুষ্ঠান শেষে দু’জনের একসঙ্গে তোলা সেলফিও পোস্ট করা হয়েছিল, যদিও রহস্যজনকভাবে পরদিন সেগুলো মুছে ফেলা হয়।
এর আগেও তাদের ঘনিষ্ঠ মুহূর্ত বারবার শিরোনামে এসেছে। গত মে মাসে লন্ডনে, জুলাইয়ে কানকুনে ছুটি, সেপ্টেম্বরে ইউএস ওপেনে প্রকাশ্যে একসঙ্গে উপস্থিতি, এমনকি অক্টোবরে অস্ট্রেলিয়ার বায়রন বে সৈকতে হাত ধরাধরি করে হাঁটার ছবিও ভাইরাল হয়েছিল। জেসিকার বাবার জন্মদিনের ছবিতেও রামিরেজকে দেখা গেছে।
এক সূত্র জানায়, “তারা অনেক আগে থেকেই বন্ধু ছিলেন। ধীরে ধীরে সম্পর্কটি রোমান্টিক হয়ে ওঠে। জেসিকা এখন জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন।”
অভিনেতা ড্যানি রামিরেজ সম্প্রতি ‘দ্য লাস্ট অফ আস’-এর ম্যানি আলভারেজ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ও ‘ব্ল্যাক মিরর’-এর মতো জনপ্রিয় প্রজেক্ট।
অন্যদিকে, জেসিকা আলবা চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ক্যাশ ওয়ারেন থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। ২০০৮ সালে বিয়ে করা এই দম্পতির তিন সন্তান—অনর, হ্যাভেন ও হেইস।
বিচ্ছেদের পর নিজের ইনস্টাগ্রামে আলবা লিখেছিলেন,
“আমরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছি। এখন সময় এসেছে নিজ নিজ পথে নতুন যাত্রা শুরু করার, ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।