নারায়ণগঞ্জে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৬
আড়াইহাজারে রবিবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে পুলিশের টহল গাড়িতে হানা দেয় একদল ডাকাত। তবে পুলিশ তাদের পালিয়ে যেতে বাধ্য করে। কোনো ডাকাত গ্রেপ্তার হয়নি। পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি রামদা উদ্ধার করেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, ডাকাতির উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে হঠাৎ হামলা চালায় একদল ডাকাত। পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ করলে ডাকাতরা পালিয়ে যায়। ধস্তাধস্তিতে কনস্টেবল মারুফ সামান্য আহত হন এবং এক ডাকাতের হাতে থাকা রামদা ছিনিয়ে নেন।
পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।