মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা বেঙ্গল টাইগার

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৭:১২

ছবি: সংগৃহীত

সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি বেঙ্গল টাইগার। শনিবার  (২ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা সম্পর্কে জানতে পারে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, সুন্দরবনের পূর্ব বন বিভাগের মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালপাড়ের বনে হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে বাঘটি আটকা পড়ে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাঘটি শুক্রবার রাত কিংবা শনিবার সকালের দিকে চোরা শিকারিদের ফাঁদে আটকে যায়। খবর পাওয়ার পর বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধারের কাজ শুরু করে।

বাঘ আটকে পড়ার খবরে শনিবার সন্ধ্যা থেকে স্থানীয় উৎসুক লোকজন ঘটনাস্থলের আশপাশে জড়ো হতে থাকেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, উদ্ধারকালে যদি বাঘটির শরীরে অন্য কোনো আঘাত বা অসুস্থতার লক্ষণ পাওয়া যায়, তাহলে সেটিকে খাঁচায় বন্দি করে খুলনা কিংবা ঢাকার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

ঘটনাটি সুন্দরবনে চোরা শিকারিদের তৎপরতা আবারও উদ্বেগজনকভাবে সামনে এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top