সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা বাঘ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:৩৭
বাগেরহাটের মোংলা উপজেলার শরকির খাল–লাগোয়া সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে একটি বেঙ্গল টাইগার আটকা পড়েছে। রবিবার সকাল থেকে বন বিভাগ বিশেষজ্ঞ ও ভেটেরিনারি সার্জন নিয়ে উদ্ধার অভিযান শুরু করবে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানিয়েছেন, বাঘটি খালপাড় থেকে আধা কিলোমিটার ভেতরে আটকা রয়েছে। বন বিভাগের কর্মীরা এলাকা ঘেরাও করেছেন এবং স্থানীয়দের প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজনে বাঘ উদ্ধারে ট্র্যাংকুলাইজার গ্যান ব্যবহার করা হবে। বাঘ অসুস্থ থাকলে তা উদ্ধার করে খাঁচায় বন্দী করে খুলনা বা ঢাকার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।