মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:১৪

সংগৃহীত

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নিহত হয়েছেন। রোববার সকালে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত ছাব্বির মোল্লা বালীগ্রামের পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে। জানা যায়, তিনি কয়েক বছর আগে সংসারের জন্য ইতালিতে পাড়ি জমান। গত ২৮ ডিসেম্বর বিকেলে মিলানো শহরে গাড়িচাপায় গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। রোবারের ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top