সিলেটে বিএনপি প্রার্থী মালিকের মনোনয়নপত্র বৈধ
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৭:১৫
বাছাইয়ের খাড়া পেরিয়ে গেলেন এমএ মালিক। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে শনিবার ৩ জানুয়ারি সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার।
কারণ হিসাবে জানিয়েছিলেন দ্বৈত নাগরিকত্বের জটিলতার বিষয়টি। তখনই জানানো হয়েছিল, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে আজ তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
অবশেষে, সেই সিদ্ধান্ত এসেছে এবং তা ইতিবাচকভাবেই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।