মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

গুলশানে চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৮:০৮

সংগৃহীত

ঢাকার গুলশানের নদ্দা এলাকার মোড়ল বাজারে চুরির অভিযোগ তুলে এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢেলে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) সকালে। ভিডিওতে দেখা যায়, শীতের পোশাক পরা এক নারীকে খুঁটির সঙ্গে বেঁধে দুজন ব্যক্তি বালতি ও মগ দিয়ে তার ওপর পানি ঢালছেন। আশপাশে কয়েকজন হাসতে হাসতে দাঁড়িয়ে আছেন এবং একজন ভিডিও ধারণ করছেন।

ভাইরাল ভিডিওটির সূত্র ধরে গুলশান থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানা হেফাজতে নেয়। তবে নির্যাতনের শিকার ওই নারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

পুলিশের তথ্যমতে, ঘটনাস্থল গুলশান থানাধীন নদ্দা এলাকার মোড়ল বাজারসংলগ্ন মারকাযুত তা’লীম আল-ইসলামী মাদ্রাসা। মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশের কাছে দাবি করেছে, সেদিন সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দুই শিশুশিক্ষার্থী দেখতে পায়—ওই নারী মাদ্রাসার এক শিক্ষকের কক্ষে রাখা পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছিলেন। পরে তাকে আটক করা হয়।

মাদ্রাসার পক্ষ থেকে আরও জানানো হয়, প্রথমে ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তরের কথা ভাবা হলেও পরে নিজেরাই ‘শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই ‘শাস্তির’ অংশ হিসেবেই নারীকে বেঁধে পানি ঢালা হয়। পরে তাকে উত্তরাগামী একটি বাসে তুলে দেওয়া হয়।

গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেয়। পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখনো মামলা হয়নি। ভুক্তভোগী নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

ঘটনাটি ঘিরে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top