শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

শারীরিক হেনস্তার শিকার মৌনী রায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৯:১৪

সংগৃহীত

বলিউড অভিনেত্রী মৌনী রায় হরিয়ানার একটি অনুষ্ঠানে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন। মঞ্চে ওঠার আগেই দুই বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তুলার চেষ্টা করেন। মৌনী সরাসরি প্রতিবাদ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরবর্তীতে পারফরম্যান্স চলাকালীন সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা অভিনেত্রীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন এবং মঞ্চে গোলাপ ছুঁড়ে মারেন। মৌনী আয়োজকদের অব্যবস্থাপনারও দায় দেখান। অস্বস্তিকর পরিস্থিতি সত্ত্বেও পেশাদারিত্ব দেখিয়ে শেষ পর্যন্ত পারফর্ম করেন তিনি।

মৌনী সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার মতো একজনকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে সাধারণ বা নতুন মেয়েদের নিরাপত্তা কোথায়?” তিনি আরও জানান, শিল্পীদের শিল্পের মাধ্যমে মূল্যায়ন করা উচিত এবং এ ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং নারী নিরাপত্তা বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top