বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৯:১১
নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা নাকচ করেছে। এরপরও বিসিবি নিজের অবস্থানে অনড় থাকলেও আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি) তাদের আবেদন শুনতে পারছে না।
আইসিসির ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় স্পষ্টভাবে বলা আছে, বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা কমিটির নেই।
এই পরিস্থিতিতে বিসিবির শেষ পথ হিসেবে ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, এবং তারা সেই পথে যাবে। তবে পিটিআই জানাচ্ছে, এই সিদ্ধান্তের পর আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ। এক সূত্র জানায়, ‘আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করার কারণে বোর্ড সদস্যরা রাগান্বিত।’
বিশেষজ্ঞদের ধারণা, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। জানা গেছে, তিনি দুবাই পৌঁছেছেন এবং শনিবার সেখান থেকে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।