সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১৩:০৮

ছবি: সংগৃহীত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top