• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০২:৫৭

টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-২ এর ৪০ তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। টানা তিন ম্যাচে জেতা কিউইদের সামনে সেমিতে যেতে হলে এখন একমাত্র বাধা আফগানরা। যার কারণে তাদের হারাতে পারলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সরাসরি সেমিফাইনালে পা রাখবে কেন উইলিয়ামসনের দল।

রবিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি নিউজিল্যান্ড জিতলে সরাসরি চলে যাবে সেমিতে। আর যদি আফগানিস্তান জিতে তাহলে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পয়েন্টের হিসেব করা হবে।

নিউজিল্যান্ড একাদশে কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে, আফগানিস্তানের একাদশে ফিরেছেন স্পিনার মুজিব উর রহমান।

আফগানিস্তান একাদশ :

হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ :

মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), এডাম মিলনে, ড্যারেল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top