মুম্বই ইন্ডিয়ান্সের টানা ৮ পরাজয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ২০:২২
 
                                        আটে আট। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয়ের এটাই পরিসংখ্যান। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম আটটি ম্যাচে টানা পরাস্ত হওয়ার লজ্জার রেকর্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন পাঁচবারের চ্যাম্পিয়নদের। আজ ওয়াংখেড়েতে রান তাড়া করতে রোহিত যতটা আত্মবিশ্বাসী দেখালেন টসের সময়, ব্যাটিং শুরু হতেই সকলে আয়ারাম-গয়ারাম! শেষে লখনউ জয় ছিনিয়ে নিল ৩৬ রানে।
জয়ের জন্য টার্গেট ছিল ১৬৯। কিন্তু ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানের বেশি তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র তিনজন ব্যাটার ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান পেলেন না।
লখনউ সুপার জায়ান্টসের বোলাররা ডেথ ওভারেও নিয়ন্ত্রিত বোলিং করেন। যার নিট ফল ফের রোহিতদের লজ্জার হার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ১৬৮ রান। লোকেশ রাহুল ৬২ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন। রাইলে মেয়ারডিথ ও কায়রন পোলার্ড দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে চলে এলো লখনউ। নেট রান রেটের নিরিখে পাঁচে নেমে গেল আরসিবি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: লখনউ মুম্বই ইন্ডিয়ান্স

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।