• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


প্রায় ৫ বিলিয়ন ডলারে আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিক্রি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২২, ০৩:৫৮

প্রায় ৫ বিলিয়ন ডলারে আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিক্রি

আইপিএল মানেই যেন এখন টাকার ঝনঝনানি। অর্থ আয়ের দিকে জনপ্রিয় এই টুর্নামেন্ট পূর্বের সব ইতিহাস বদলে দিচ্ছে। আইপিএলের নতুন সম্প্রচার সত্ত্ব ইতোমধ্যে প্রায় ৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

যা ২০১৭ থেকে ২০২২ আইপিএলের সম্প্রচার সত্ত্বের প্রায় আড়াই গুণ বেশি। সর্বশেষ পাঁচ বছরের চক্রের জন্য আইপিএলের সম্প্রচার বাবদ ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা আয় করেছিল বিসিসিআই।

তবে চলতি বছরের আয় এখানেই শেষ নয়, খবরে জানানো হয়েছে এবার অর্থ আয়ের পরিমাণ বাড়বে আরও। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরের সম্প্রচার সত্ত্ব নিলামের আওতায় এনে বিক্রি করছে বিসিসিআই। এই নিলাম প্রক্রিয়াকে মোট চারটি আলাদা প্যাকেজে ভাগ করেছে বিসিসিআই।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের আইপিএলের সম্প্রচার সত্ত্বের জন্য জি এন্টারপ্রাইজ লিমিটেড (জিইইএল), রিলায়েন্স-ভিয়াকম ১৮, ডিজনি স্টার নেটওয়ার্ক এবং সনি নেটওয়ার্ক নিলামে অংশ নিয়েছে।

প্রতিটি প্যাকেজের জন্য তাদের আলাদা করে নিলামে দাম হাঁকাতে হবে। এরমধ্যে প্যাকেজ ‘এ’ এবং প্যাকেজ ‘বি’ থেকেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে বিসিসিআই। বাংলাদেশি অর্থমূল্যে যা ৪৪ হাজার কোটি টাকার চেয়েও বেশি। তবে নিলামে কারা জিতেছে সে বিষয়ে অফিশিয়াল কোনো ঘোষণা দেয়নি বিসিসিআই।

প্যাকেজ ‘এ’ হচ্ছে ভারতীয় উপমহাদেশে টিভি সত্ত্বের জন্য। প্যাকেজ ‘বি’ হচ্ছে উপমহাদেশে ডিজিটাল সম্প্রচারের জন্য। এরমধ্যে প্যাকেজ ‘এ’ এর জন্য ২.৭২ বিলিয়ন ডলার বা ২৩ হাজার ৫৭৫ কোটি রুপি খরচ করেছে নিলামে জেতা কোম্পানি। এ ছাড়া প্যাকেজ ‘বি’ এর জন্য ২.২৭ বিলিয়ন ডলার বাঁ ২০ হাজার ৫০০ কোটি রুপি খরচ করেছে নিলামে জেতা কোম্পানি।

প্যাকেজ ‘এ’, ‘বি’ ছাড়া রয়েছে প্যাকেজ ‘সি’ ও ‘ডি’। এই মুহূর্তে এই দুই প্যাকেজের জন্য লড়ছে কোম্পানিগুলো। এরমধ্যে প্যাকেজ ‘সি’ হচ্ছে নির্বাচিত ১৮টি ম্যাচের জন্য। যে ম্যাচগুলোর মধ্যে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল, এ ছাড়াও সপ্তাহের বন্ধের দিনের ম্যাচগুলো রয়েছে।

প্যাকেজ ‘ডি’ হচ্ছে উপমহাদেশের বাইরের জন্য, যেখানে টিভি এবং ডিজিটাল দুই মিডিয়ার সম্প্রচার সত্ত্ব থাকবে।



বিষয়: আইপিএল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top