শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাই: পুলিশের অবস্থান স্পষ্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭

ছবি: সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

এর আগে বুধবার রাতে রূপগঞ্জ থানার ভুলতা-গাউছিয়া রোডে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি একটি বাইকের গতিরোধ করে। এসময় একটি বাইকের পেছনে বসা এক ব্যক্তি দা হাতে নিয়ে এগিয়ে আসে।

বাংলাদেশ পুলিশ জানায়, রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা এবং ছিনতাই সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

পুলিশের তথ্যমতে, এক ট্রাকের হেল্পারের ফোন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল আসার মাত্র ১০ মিনিটের মধ্যে টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top