• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কেন্দ্রীয় ব্যাংক-বিএসইসির বৈঠকের পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ০১:২২

কেন্দ্রীয় ব্যাংক-বিএসইসির বৈঠকের পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বৈঠক করেছিল মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে। এই বৈঠকের ফলে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে শেয়ারবাজারে।

বুধবার (১ নভেম্বর) বেশ চাঙ্গা অবস্থায় দিনের শেয়ার কেনাবেচা শুরু হয়। যা লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা শেষেও অব্যাহত থাকতে দেখা গেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৩৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে এসেছিল। এর মধ্যে ৩৩০টি দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল মাত্র ১৮টি এবং দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হতে দেখা গেছে ২১ শেয়ার ও ফান্ডকে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এ সময় ১১৩ পয়েন্ট বেড়ে ৬৮১৬ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় সূচক বৃদ্ধির হার ছিল ১.৬৯ শতাংশ।

সূচকের এ ঊর্ধ্বমুখী ধারায় বুধবার সকাল ১০টায় ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বেড়ে ৬৭৬১ পয়েন্ট ছাড়িয়েছিল। এরপর মিনিটে মিনিটে সূচক বাড়তে থাকে। বেলা ১১টা ২৫ মিনিটে সূচকটি মঙ্গলবারের তুলনায় ১৫৪ পয়েন্ট বেড়ে ৬৮৫৭ পয়েন্ট ছাড়ায়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top