শহীদ আজাদের চরিত্রে অপূর্ব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০৩:১৪

গেরিলা যোদ্ধা শহীদ আজাদের কথা তো সবার জানা। তার অভাগী মায়ের করুণ গল্পও অজানা নয় কারো। যিনি ছেলের মুখে ভাত তুলে দিতে পারেননি বলে ১৪ বছর ভাত না খেয়ে ছিলেন। যিনি ছেলে খাটে ঘুমাতে পারতো না বলে আমৃত্যু মাটির বিছানায় ঘুমিয়ে কাটিয়েছেন।
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর আজাদ ও তার মায়ের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক। সঞ্জয় সমদ্দার এটি নির্মাণ করেছেন। নাম ‘নিহত নক্ষত্র’। এ নাটকে শহীদ আজাদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার মায়ের ভূমিকায় দেখা যাবে মুনীরা মিঠু।
শনিবার (২৬ মার্চ) রাত ৮টায় নাটকটি প্রচার হবে আরটিভিতে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: শহীদ আজাদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।