• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হাত ধরে টানাটানিতে আহত অরিজিৎ সিং, তবুও গাইলেন গান

শাকিল খান | প্রকাশিত: ৮ মে ২০২৩, ২২:২৮

ছবি: সংগৃহীত

ভারতের তুমুল জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অরিজিৎ সিং। তার কণ্ঠের মাদকতায় আচ্ছন্ন শ্রোতারা। এমনিতেই অরিজিৎ তার বদমেজাজের জন্য পরিচিত। তবে তার ভক্তরা বলেন, অরিজিৎ খামখেয়ালি ও খানিকটা আনমনা।

অরিজিৎ সিংয়ের কনসার্ট মানে ফ্যানেদের উন্মাদনা। অনেকে বিভোর হয়ে তার গান শোনেন, গানে গলা মেলান। অনেকের উত্তেজনা এতোই তুঙ্গে ওঠে যে, লাফালাফি করে মঞ্চে ওঠারও চেষ্টা করেন। এ নিয়ে প্রায়শই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

কিন্তু এবার একটু বেশিই খেসারত দিতে হল অরিজিৎকে। কনসার্টের সময়ই এক অনুরাগীর কাছেই হেনস্তা হতে হয় তাকে। তার হাত ধরে টানাটানি শুরু করেন এক ভক্ত। এভাবেবিনোদন টানা-হ্যাঁচড়ায় বেকায়দায় ডান হাতে গুরুতর চোট পান এ গায়ক। আওরঙ্গাবাদে গানের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভারতের সামাজিক যোগাযোগামাধ্যমে সেই ঘটনার ভিডিও শেয়ার হয়েছে ইতোমধ্যে। ভিডিওতে দেখা যায় যে, অরিজিৎ ডানহাতে এতটাই চোট পেয়েছেন যে, তিনি হাত সোজা করতে পারছিলেন না, তার হাত কাঁপছিল। হাতে চোট পাওয়ার পরও অরিজিৎ ওই ভক্তের সঙ্গে অত্যন্ত ভদ্র ও মার্জিতভাবে কথা বলেন।

ভিডিওতে অরিজিৎকে বলতে শোনা যায়, ‘আপনি এভাবে আমার হাত ধরে টানছেন। এবার চোট পেয়ে আমি আর হাত নাড়াতে পারছি না। আপনি এটা বুঝতে পারছেন না, যদি আমি পারফর্ম করতে না পারি, তা হলে আপনারাও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না। এটা তো খুব সহজ হিসাব। ’

আঘাত পেয়ে তবুও কনসার্ট বন্ধ করে চলে যাননি অরিজিৎ। ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ব্যথা উপশমের চেষ্টা করেন তিনি। মঞ্চেই প্রাথমিক চিকিৎসা হয় গায়কের। এরপর গান গাওয়া চালিয়ে যান ‘আশিকি-২’র কণ্ঠশিল্পী।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top