সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


বন্দুক হাতে শত্রু নাশে তৈরি সালমান-শাহরুখ! নতুন চমকের অপেক্ষা ...

রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৮

ছবি: সংগৃহীত

বক্স অফিসে বইছে জওয়ান ঝড়। চলতি বছরের আয়ের দিক থেকে হিন্দি সিনেমার সকল রেকর্ড ভেঙেছে জওয়ান। আর এরই মধ্যে শাহরুখ ঝড়ের পর টাইগার ৩ নিয়ে হাজির হতে চলেছেন সালমান খান। যেখানে বলিউড বাদশাহকে সামিল করেছেন প্রযোজক আদিত্য চোপড়া!

পাঠান ছবিতে ১৫ মিনিটের অ্যাকশন দৃশ্যে ক্যামিওর চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। এবার ঠিক একই ভূমিকায় টাইগার ৩ সিনেমায় দেখা যাবে শাহরুখকে। সালমান খানকে জেল ভেঙে বের করে আনতে দেখা যাবে পাঠান’ শাহরুখকে। পর্দায় যেটি দেখানো হবে পাকিস্তানের ঘটনা বলে।

শত্রুদের সঙ্গে লড়তে গিয়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শাহরুখের, তখন ত্রাতা হিসেবে হাত বাড়িয়েছিলেন টাইগার সালমানই। তেমনই কিছু চমক এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে টাইগার ৩-তে।

ভারতীয় গুপ্তচর (র এজেন্ট) অবিনাশ রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এর আগে দু-বার পর্দা কাঁপিয়েছেন সালমান, হ্যাট্রিকের প্রস্তুতি সেরে ফেলেছেন ভাইজান। সঙ্গী পাক গুপ্তচর (আইএসআই এজেন্ট) জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ।

শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া নাকি শুধু এই দৃশ্যের জন্যই ৩৫ কোটি টাকা খরচ করেছেন। যেটি সিনেমার অন্যতম একটি অংশ হিসেবেই থাকবে। ঠিক যেমনটা পাঠান-এর ক্ষেত্রে হয়েছিল।

এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। কবির খান পরিচালিত এক থা টাইগার-এ অভিনয় করেছিলেন ক্যাটরিনা এবং সালমান খান। সেই বছরের শীর্ষ-আয়কারী চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল এক থা টাইগার। এরপর আলি আব্বাস জাফর পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায় ২০১৭ সালে। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে চলেছে যার নাম টাইগার-৩।

ব্যান্ড বাজা বারাত ফ্যান খ্যাত মণীশ শর্মা রয়েছেন টাইগার ৩ পরিচালনার দায়িত্বে। এই ছবিতে থাকছেন ইমরান হাশমি, রেভতি, রণবীর শোরে, ঋদ্ধি ডোগরা, বিশাল জেঠওয়ারা।সালমান-শাহরুখকে নিয়ে দিওয়ালির বক্স অফিসে আরও একটি রেকর্ড গড়ার মতো সিনেমাই আসতে চলেছে। অনুমান করা যাচ্ছে, সেটা টাইগার ৩-কে ঘিরেই।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top