মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আসছে শাকিব খানের ‘তুফান’! নায়িকা মধুমিতা নাকি মিমি?

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪১

ছবি: সংগৃহীত

আসছে সাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’। এই সিনেমার নিয়ে চলছে জল্পনা।

প্রথমে নুসরাত ফারিয়ার নাম শোনা গেলেও এবার জানা গেল নতুন খবর। ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী।

মিমি চক্রবর্তীর পাশাপাশি পশ্চিমবঙ্গের আরেক নায়িকা মধুমিতা চক্রবর্তীর নামও উঠেছে। মিমির সঙ্গে ব্যাটে-বলে না মিললে মধুমিতা হবেন শাকিব খানের নায়িকা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি ছবিটির বাংলাদেশি দুই প্রযোজনা সংস্থা। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফি।

ছবিটির প্রযোজকদের সঙ্গে নায়িকা প্রসঙ্গে যোগাযোগ করা হলে হেসেই উড়িয়ে দেন মিমি ও মধুমিতার নাম। শুধু বললেন, এখনও কিছুই জানাতে পারছেন না। তবে চূড়ান্ত হলে অফিসিয়ালিই সব জানানো হবে।

‘তুফান’ প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top