মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

হারকিউলিস ক্যাফে! আস্ত বিমান যখন রেস্টুরেন্ট

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৪

ছবি: সংগৃহীত

হারকিউলিস ক্যাফে! কি নামটা শুনে মনে হচ্ছে কোন ভবনের ভেতরে অবস্থিত রেস্টুরেন্ট? কিন্তু না রেস্টুরেন্ট হলেও এটি করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উরোজাহাজে।

বাংলাদেশ বিমান বাহিনীর 0754 বিমানটি ব্যবহৃত হতো দুর্যোগের সময় বিভিন্ন সারঞ্জাম ও ত্রাণ পরিবহনের কাজে। কিন্তু বর্তমানে এটি পুরো দস্তুর একটি রেস্টুরেন্ট।

২০২১ সালের পর এই এয়াক্রাফটটি উড্ডয়ন সক্ষমতা হারায়, মূলত তারপরই এটি রেস্টুরেন্টে রুপান্তর করা হয়। করোনা ভাইরাসের প্রথম পর্যায়ের ভেক্সিনও এই বিমানে করেই বাংলাদেশে আনা হয়।

দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টে ঘুরতে আসা দর্শনার্থীরাও উৎফুল্ল এমন একটি রেস্টুরেন্ট দেখে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top