বরবাদের পর নতুন চমক নিয়ে আসছেন হৃদয়
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৫:০৫

বরবাদের সাফল্যের পর নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ও চলচ্চিত্র পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার পরবর্তী সিনেমার নাম ‘রাক্ষস’।
প্রথম ছবি বরবাদ দিয়ে আলোচনায় আসা হৃদয় এবার আরও বড় বাজেট ও জমজমাট অ্যাকশন, ক্রাইম ও রোমান্সের মিশেলে নির্মাণ করছেন এই সিনেমা। গল্পের কাজ ইতিমধ্যেই শেষ, আর শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরে।
নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এ মাসের মধ্যেই ঘোষণা আসবে। আগের সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল ছিলেন, এবার দেশি নায়িকাকে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের কোনো এক ঈদে বড় পর্দায় মুক্তি পাবে রাক্ষস।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।