জ্যাম নিয়ে যা বললেন মাহি
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সামিরা খান মাহি বর্তমানে একাধিক নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী সম্প্রতি তার প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
মাহি সাধারণত প্রকাশ্যে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন না, কিন্তু এই ক্ষেত্রে তিনি ভক্তদের সঙ্গে ভালোবাসার মুহূর্ত ভাগ করেছেন। রাজধানীর জ্যামের মাঝে বসে তোলা এই ছবিগুলোতে দেখা গেছে তাদের আনন্দময় সময় কাটাচ্ছেন।
ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, "জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।"
ভক্তরা এই খোলামেলা প্রকাশকে বেশ প্রশংসা করেছেন এবং মাহি-নাবিল জুটিকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।