মানুষকে হাসাতে স্কুল খুললেন রনি
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯
স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি এবার নতুন উদ্যোগ নিয়ে আসছেন। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্সে জনপ্রিয় হয়ে ওঠা এই শিল্পী স্ট্যান্ডআপ কমেডির পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এবার তিনি চালু করতে যাচ্ছেন ‘স্কুল অব কমেডি’, যা মূলত স্ট্যান্ডআপ কমেডিতে আগ্রহীদের জন্য একটি প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির স্লোগান রাখা হয়েছে— ‘এখানে উচিত শিক্ষা দেওয়া হয়’। আগামী ৫ অক্টোবর (শিক্ষক দিবস) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের জাহেদ হাসান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এ প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব।
আবু হেনা রনি বলেন, “আমরা প্রতিদিন হাসতে ভুলে যাচ্ছি। এ ভুল শোধরাতেই বাংলাদেশে আসছে ‘স্কুল অব কমেডি’। প্রথমে এটি স্ট্যান্ডআপ কমেডি শো হিসেবেই শুরু হবে, তবে ভবিষ্যতে সব ক্ষেত্রে হাসির প্রয়োজনীয়তা তুলে ধরার কাজ করবে এই প্ল্যাটফর্ম।”
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ক্লাসেও থাকবেন রনি নিজে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।