সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

রুক্মিণী নেই 'রঘু ডাকাত'-এর প্রচারে, মুখ খুললেন নায়িকা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৭:২৯

সংগৃহীত

‎‘রঘু ডাকাত’ মুক্তির পর থেকেই একটাই প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়— ছবির প্রচার ও বিশেষ প্রদর্শনীতে রুক্মিণী মৈত্র কেন অনুপস্থিত? দেবের নতুন ছবিকে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখন তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী এবং জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর এই অনুপস্থিতি নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

‎সম্প্রতি কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনে ঝটিকা সফরে শহরে এলেন রুক্মিণী। ব্যস্ত সময়সূচির মাঝেই মুখোমুখি হলেন সাংবাদিকদের। স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটাই ছিল— “আপনি ‘রঘু ডাকাত’-এর কোনও প্রচারে নেই কেন?”

‎হাসিমুখে রুক্মিণী উত্তরে বললেন, “উফ বাবা! এই প্রশ্নের একটাই উত্তর— আমায় খুঁজে থাকুন। আসলে কাজের জন্য আমি বাইরে থাকি। কালীপুজোয় একদিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব। ভাইঝি আমাইরার জন্মদিন আছে। কালই আবার দিল্লি ফিরে যেতে হবে।”

‎উল্লেখ্য, ‘রঘু ডাকাত’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল কলকাতা এবং দুবাই— দুই শহরেই। কিন্তু দুটি অনুষ্ঠানেই দেবের পাশে দেখা যায়নি রুক্মিণীকে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়— তবে কি দেব-রুক্মিণীর সম্পর্কে ফাটল ধরেছে? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দু’জনের কেউই কোনও সরাসরি মন্তব্য করেননি।

‎‎বর্তমানে রুক্মিণী মুম্বইয়ের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তাই কি সময়ের অভাব, না অন্য কোনও কারণ— তা নিয়ে জল্পনা কিন্তু থামছে না। তবে রুক্মিণীর কথায়, “খুঁজে যান আমায়”— যেন রহস্যের মোড়কেই রেখে দিলেন এই সম্পর্কের ভবিষ্যৎ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top