সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ভারতে হেনস্তার শিকার মার্কিন গায়ক একন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৬

সংগৃহীত

ভারতের ওড়িশায় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই এবার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন মার্কিন তারকা গায়ক একন। তুমুল ভিড়ের মাঝে গান শোনাতে গিয়ে তিনি নিজেই হয়ে পড়েন ‘হেনস্তা’র শিকার। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাইক্রোফোন হাতে গান গাইছেন একন। তবে ভিড়ের মধ্যে কিছু অনুরাগী তার সঙ্গে হাত মেলাতে বা প্যান্ট ধরে টান দিতে থাকেন। স্পষ্ট বোঝা যায়, গায়ক বিব্রতবোধ করছেন। বারবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন তিনি এবং প্যান্ট ঠিক করতে চেষ্টা করেছেন। তবুও তিনি গান বন্ধ করেননি।

এই ঘটনার পর নানা মহলে সমালোচনা এবং নিন্দা জোরালোভাবে উঠেছে। কেউ বলছেন, এইভাবে বিদেশি গায়কের হেনস্তা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। কেউ অনুরাগীদের অবিলম্বে অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করছেন। আবার কেউ বলছেন, এ ধরনের ঘটনার কারণে ভবিষ্যতে কোনো বিদেশি গায়ক ভারতে কনসার্ট করতে ভয় পাবেন।

উল্লেখ্য, একন ৯ নভেম্বর ভারতের মাটিতে পৌঁছান। দিল্লিতে প্রথম অনুষ্ঠান শেষ করার পর ১৫ নভেম্বর বেঙ্গালুরুতে তার ভারত সফরের শেষ কনসার্ট অনুষ্ঠিত হয়। কিন্তু এই অনুষ্ঠান তার জন্য আনন্দের বদলে বিপজ্জনক অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top