ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:২৪
ধানমন্ডি ৩২ নম্বরে আবারও বুলডোজার নিয়ে উপস্থিতি দেখা গেছে। সোমবার দুপুরে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ নম্বরে নিয়ে আসা হলে, ট্রাকের ওপর কয়েকজন তরুণ হাতে মাইক ধরে স্লোগান দিতে শুরু করেন। তারা জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার নিয়ে আসা হয়েছে।
এ ঘটনার পর অভিনেত্রী মেহের আফরোজ শাওন তাদের ‘রাজাকার বাহিনী’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এক সংবাদ শেয়ার করে লিখেছেন, “মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!”
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যাওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা চালানো হয়েছিল। সেখানে লুটপাট ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল।
এর আগে, গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। প্রায় তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন। রাত পৌনে ১১টার দিকে ক্রেন এবং এক্সক্যাভেটর ব্যবহার করে তিনতলার বাড়ির একটি অংশ ধ্বংস করা হয়। পরবর্তীতে আরও একটি এক্সক্যাভেটর যোগ করা হয়। মধ্যরাতে সেনাবাহিনী কিছু সময় সেখানে অবস্থান করলেও স্থানীয়রা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। রাতের বেলা গান বাজানো ও নাচের দৃশ্যও দেখা যায়। ভাঙা বাড়িটি নিরাপত্তা সহকারে রাখা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।