সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

১৫ জন নারী-পুরুষের কক্সবাজার সফর, ফেরার পথে যুবকের মৃত্যু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:২৮

সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহাগ নামে আরেকজন আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাকিবুল হাসান নাটোরের সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ মোট ১৫ জনের একটি দল তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে যান। রবিবার সকালে তারা কক্সবাজার থেকে ফেরার পথে জাঙ্গালিয়া এলাকায় গতিরোধের মুখোমুখি হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে বাইকটি সড়কের পাশ দিয়ে নিচে সেতুর নিচের খাদে পড়ে যায়। আহত দু’জনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাকিবুলকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, নিহত সাকিবুলের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top