অফিসিয়াল বিবৃতি দিলেন মেহজাবীন চৌধুরী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪১
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরি এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায়িক পার্টনার করার নামে ২৭ লাখ টাকা আত্মসাত ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে মেহজাবীন জামিন পান।
জামিন পাওয়ার পর সোমবার (১৭ নভেম্বর) সকালে ফেসবুকে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন মেহজাবীন। সেখানে তিনি বলেন, “একজন অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে গত নয় মাসে আমি কোনো নোটিশ বা তথ্য পাইনি, কারণ অভিযোগকারী পুলিশকে সঠিক তথ্য দিতে পারেননি।”
মেহজাবীন আরও দাবি করেন, অভিযোগকারী ২০১৬ সাল থেকে তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কথা বলছেন, কিন্তু কোনো ব্যাংক লেনদেন, চেক, বিকাশ লেনদেন, লিখিত চুক্তি, রসিদ বা সাক্ষীর প্রমাণ নেই। তিনি বলেন, অভিযোগকারী তার বিরুদ্ধে হাতিরঝিলে এক রেস্টুরেন্টে ঘটনার কথাও বলেছিলেন, কিন্তু কোনও সিসিটিভি ফুটেজ বা প্রমাণ নেই।
অভিনেত্রী বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি জামিন নিয়েছি। প্রমাণ ছাড়া দায়ের করা মামলা সত্য হয়ে যায় না। সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হয়ে যাবে।” তিনি সকলের কাছে অনুরোধ করেন, সহানুভূতিশীল ও মানবিক হোন, কোনো মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।
শেষে মেহজাবীন উল্লেখ করেন, “গত ১৫ বছর ধরে আমি আমার পেশা ও দর্শকদের জন্য কঠোর পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের পরও আজ আমাকে এসব ব্যাখ্যা দিতে হচ্ছে, যা সবচেয়ে দুঃখজনক।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।