সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫১
চলচ্চিত্রের পর্দা যেমন তাকে দিয়েছে জনপ্রিয়তা, তেমনি বাস্তব জীবনের লড়াইও তাকে করেছে আরও দৃঢ়। ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল আজ সাফল্যের শিখরে দাঁড়িয়ে ফিরে দেখছেন নিজের দশ বছরের পথচলা। তাঁর প্রথম প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত নতুন ছবি ‘ইক কুড়ি’ ইতোমধ্যে বি-টাউনে দারুণ সাড়া ফেলেছে। এমন সময়ে এক সাক্ষাৎকারে তিনি জানালেন—দশ বছর আগের শেহনাজ গিলের কাছে তার বার্তা কী হতো এবং আগামী দশকে নিজের প্রতি কী প্রত্যাশা রাখেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুরুর দিনের অনিশ্চয়তা, সংগ্রাম আর নিঃসঙ্গ পথচলার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে ওঠেন শেহনাজ। তিনি বলেন,
“শুরুর দিকে নিজেকে বলতাম—সাবাশ শেহনাজ গিল! আমি তোমার জন্য গর্বিত। তুমি জীবনে দারুণ করছো, এভাবেই এগিয়ে যাও।”
তবে ভবিষ্যতের নিজের জন্য ছিল কঠোর সতর্কবার্তা।
“ভাববে না যে তুমি অনেক কিছু হয়ে গেছ। এখনো কঠোর পরিশ্রম করতে হবে। কখনো থেমে যেও না।”
ইন্ডাস্ট্রির চকচকে দুনিয়ার কঠিন বাস্তবতাও তুলে ধরেন তিনি। অভিনেত্রীর ভাষায়,
“ইন্ডাস্ট্রি যতটা মোহময়, ততটাই কঠিন। কাউকে দেখে প্রভাবিত হইয়ো না। মানুষ খারাপও হতে পারে। তারা তোমাকে দমিয়ে রাখতে চাইবে। বুদ্ধিমান হও।”
এরপর কথা আসে তাঁর প্রথম প্রযোজনা ‘ইক কুড়ি’ নিয়ে। এক ভাঙা পরিবারের তরুণীর রহস্য উন্মোচনের গল্পে নির্মিত এই চলচ্চিত্রই তাঁর প্রযোজক জীবনের প্রথম অধ্যায়। আর প্রথম কাজেই বাজিমাত করে তিনি পেয়েছেন দর্শক-সমালোচকদের প্রশংসা।
উল্লেখ্য, ‘বিগ বস ১৩’-এর পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন শেহনাজ। তিনি ২০১৫ সালে মিউজিক ভিডিও ‘শিভ দি কিতাব’ দিয়ে আলোচনায় আসেন। এরপর ২০১৭ সালে পাঞ্জাবি ছবি ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।