নাচ আমাকে যে পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি:মালাইকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৫
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বারবার বিবাহবিচ্ছেদ, বয়স এবং সম্প্রতি তার নাচকে কেন্দ্র করে নেটপাড়ার কটাক্ষের মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি হানি সিংহের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ তার অশালীন ভঙ্গিতে নাচের ঝলক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ তাকে ‘অশালীন’ তকমা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকা সত্ত্বেও কীভাবে এমন ভঙ্গিতে নাচলেন তিনি।
এই বিতর্ক প্রসঙ্গে মালাইকা বলেন,
“আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিই না। যারা ট্রোল করবেন, করবেনই। আমি নিজে ও আমার পরিবারকে এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে দূরে রাখি।”
নাচের প্রতি তার ভালোবাসা এবং প্রশান্তি প্রকাশ করে মালাইকা যোগ করেন,
“আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।”
মালাইকা যখনই পর্দায় ‘আইটেম গান’-এ নাচ করেছেন, তা প্রশংসিত হয়েছে। সেটা হোক ‘ছইয়া ছইয়া’, ‘মুন্নি’ বা ‘অনারকলি ডিস্কো চলি’। সম্প্রতি প্রকাশিত ‘চিলগাম’ ভিডিওতে দেখা গেছে, হানি গান গাইছেন আর মালাইকা নাচছেন—কখনও চুইংগাম চিবিয়ে, কখনও জিভ বের করে।
মালাইকার এই প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে, তিনি ট্রোলিংকে কখনও নিজের জীবনে প্রভাবিত হতে দেননি এবং নাচকে নিজের ব্যক্তিগত শান্তি হিসেবে দেখেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।