ভোট চাইলেন জেসিয়া ইসলাম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:০০
২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জেসিয়া ইসলাম। তবে শোবিজ অঙ্গনে নাটক, সিনেমা বা মডেলিংয়ে উল্লেখযোগ্য উপস্থিতি গড়তে পারেননি। ব্যক্তিগত জীবনের নানা ঘটনাও তাকে বিতর্কের মুখে এনেছে। এবার তিনি পুরোপুরি ভিন্ন প্রেক্ষাপটে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরছেন।
মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম অংশ নিয়েছেন ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ। প্রাথমিক ধাপেই সেরা ২০ সুন্দরীর তালিকায় জায়গা করে নিতে তিনি ভোট চেয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেসিয়া বলেন, “আমাকে সাপোর্ট করার জন্য ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোট গণনা হবে, প্রথম ভোট সবার জন্য ফ্রি। আপনার পরিবার ও বন্ধুমহলকেও উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য।”
তিনি আরও বলেন, “এই জয় কেবল ব্যক্তিগত হবে না, জিতলে পুরো বাংলাদেশই জিতবে। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবেন।”
জেসিয়া ইসলাম মডেলিং ও নাটকের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’-এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন এবং ‘মাসুদ রানা-৯’-এ এজেন্ট চরিত্রে দেখা গেছে।
ব্যক্তিগত জীবনে, ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে তার প্রেম সম্পর্ক নিয়ে এক সময় সমালোচনার ঝড় উঠেছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।