মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:১৫

সংগৃহীত

গ্ল্যামার জগতের অন্ধকার দিকগুলোর মধ্যে অন্যতম হলো কাস্টিং কাউচ। কাজের সুযোগের নামে যৌন সুবিধা দাবির ঘটনা উঠতি অভিনেত্রীদের কাছে নতুন কিছু নয়, আর দুঃখজনকভাবে এটি কেবল নতুনদের সীমাবদ্ধ নয়; ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকাদেরও এ থেকে রেহাই নেই। এ প্রেক্ষাপটে সম্প্রতি নিজের ব্যক্তিগত এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ওপার বাংলার পরিচিত মুখ পায়েল সরকার।

একসময় টলিউডের বাণিজ্যিক সিনেমার সফল মুখ হিসেবে পরিচিত পায়েল দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে। তবে সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টের প্রচারণামূলক ভিডিওতে পায়েল নিজেই জানিয়েছেন, একজন প্রযোজক তার কাছে সরাসরি যৌন সুবিধা দাবী করেছিলেন।

সঞ্চালিকার প্রশ্নের জবাবে পায়েল বলেছিলেন, “হ্যাঁ, সেটাই।” তিনি আরও জানান, ফ্লপ ছবির পর তার ক্যারিয়ারের কঠিন সময়ে সেই প্রযোজক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নানা নেতিবাচক মন্তব্য করতেন। এমনকি তার ছবিতে ‘ক্রস ক্রস’ চিহ্ন দিয়ে উল্টোপাল্টা মন্তব্যও করতেন। পায়েল বলেন, “বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি।”

কিন্তু সব চ্যালেঞ্জের মধ্যেও তিনি হাল ছাড়েননি। পায়েল জানান, এরপর তিনি তার ক্যারিয়ারে ফেরার পথ দেখেছেন। তার পরের ছবি প্রেম আমার এবং লে ছক্কা যথেষ্ট সফল হয়। মনে আছে, এক বছরের ব্যবধানে তিনি এই দুটি ছবির শুটিং সম্পন্ন করেছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top