মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:১২

সংগৃহীত

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি নিয়ে বিবাদ থামছেই না। সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে—কারিশমা কাপুরের দুই সন্তান, সামাইরা ও কিয়ান, দিল্লি হাই কোর্টে অভিযোগ করেছেন যে তাদের দু’মাসের কলেজ ফি এখনও জমা পড়েনি।

সঞ্জয় কাপুরের এস্টেটের দায়িত্ব বর্তমানে বহাল রয়েছে তার বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের হাতে। কারিশমার সন্তানদের অভিযোগ, প্রিয়া তাদের মাসিক খরচ এবং কলেজ ফি বন্ধ করে দিয়েছেন। আদালতে তাদের আর্জি, “আমাদের দু’মাসের কলেজ ফি এখনও দেওয়া হয়নি, অথচ আমাদের বাবার সম্পত্তি বিপুল।”

শুধু ফি বন্ধের অভিযোগ নয়, কিয়ান আরও দাবি করেছেন যে প্রিয়া সচদেব তাদের বাবার তিরিশ কোটি টাকার সম্পত্তির দলিল জাল করেছেন। কিয়ান আদালতে পিটিশন দায়ের করে আসল দলিল চেয়েছেন এবং আদালত এই পিটিশন পুনর্বিবেচনার অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর অপ্রত্যাশিত ঘটনার কারণে তার মরদেহ দেশে ফিরতেও কিছুটা সময় লেগেছিল।

এ ঘটনায় প্রিয়ার বিরুদ্ধে এবং সম্পত্তি সংক্রান্ত অভিযোগের কারণে কোর্টে দীর্ঘ জটিলতা দেখা দিতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top