মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

লিজা ও কণার নতুন গান—শ্রোতাদের মাঝে প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৩২

সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও দিলশাদ নাহার কণা সম্প্রতি নিজেদের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে নতুন মৌলিক গান প্রকাশ করেছেন। ভিন্ন ধাঁচের এই দুই গানই প্রকাশের পর শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

দুই সপ্তাহ আগে লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘নেই অধিকার’। গানটির কথা লিখেছেন তৌফিক আহমেদ, সুর ও সংগীত করেছেন জনপ্রিয় গায়ক ও সুরকার হৃদয় খান। মিষ্টি সুরের এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই গানটি এক লক্ষেরও বেশি ভিউ অর্জন করেছে। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লিজা বলেন, “অনেকদিন পর আমার নতুন মৌলিক গান প্রকাশ করলাম। এখন নতুন গান প্রকাশ যেন অন্যরকম চ্যালেঞ্জ। এর পরও শ্রোতাদের ভালোবাসা আমাকে অভিভূত করছে।”

অন্যদিকে মাত্র পাঁচ দিন আগে কণার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। আবদার রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। বিখ্যাত ‘ভালো আছি ভালো থেকো’ গানের জনপ্রিয় লাইন— ‘আমার ভিতরও বাহিরে…’— গানটিতে সংযোজন করায় এটি শ্রোতাদের nostalgic অনুভূতিতে ভাসিয়েছে। কণার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই গানটি দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছে। কণা বলেন, “গানটির টাইটেল থেকেই মানুষ আগ্রহ নিয়ে শুনছেন। আমি নিশ্চিত, আগামী স্টেজ শো-গুলোতে এই গানটির অনুরোধ আসতেই থাকবে।”

এছাড়া তিনি জানান, খুব শিগগিরই আরও কয়েকটি নতুন গান প্রকাশ করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top