মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

দীর্ঘ বিরতি শেষে শেষ হলো শিরীন শিলা অভিনীত ‘নীল আকাশে পাখি উড়ে’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৭

সংগৃহীত

নানা জটিলতা ও দীর্ঘ বিরতি পেরিয়ে অবশেষে শেষ হলো চিত্রনায়িকা শিরীন শিলা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেল পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের রোজার মাসে। প্রথম লটের কাজ শেষ হলেও নানা কারণে থেমে যায় নির্মাণকাজ। সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রতি দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়ে নিজের অংশের কাজ পুরোপুরি শেষ করেছেন শিলা।

এর আগে শিলার অভিনীত দুটি সিনেমা—সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ এবং নাসিম সাহনিক পরিচালিত ‘ব্যাচেলর ইন ট্রিপ’—পরপর মুক্তি পেয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমার কাজ শেষের খবর দিলেন তিনি।

সিনেমাটি নিয়ে শিলা বলেন, “সরকারি অনুদানের সিনেমা বলে এতে কাজ করার আগ্রহ ছিল প্রবল। আমার চরিত্রটিও দারুণ। তবে গত রোজায় শুটিংয়ের সময় বেশ কষ্ট করতে হয়েছে। নানা প্রতিকূলতায় মন খারাপও হয়েছিল। এখন সেসব কমে এসেছে। তাই মন দিয়ে কাজ করছি। আশা করছি, শেষ পর্যন্ত সবকিছু ঠিক থাকলে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”

সিনেমাটিতে গান করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও কোনাল। লুইপা দুটি গান আর কোনাল গেয়েছেন টাইটেল সং। গানগুলো নিয়ে বেশ আশাবাদী শিলা।

শুটিংয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও সময় দিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি মায়ের ইচ্ছা পূরণে তাকে নিয়ে কানাডা ভ্রমণ সেরে দেশে ফিরেছেন। এখন সিনেমার পাশাপাশি নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শোতেও। নতুন বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও শিলা জানিয়েছেন—গল্প ও চরিত্র পছন্দ হলেই তিনি নতুন প্রজেক্টে যুক্ত হবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top