মিস ইউনিভার্স মঞ্চে জামদানিতে চমকে দিলেন তানজিয়া জামান মিথিলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:২৭
মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে লড়াই করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে তুখোড় প্রতিযোগীদের মাঝে দেশের নাম উজ্জ্বল করে দিচ্ছেন তিনি। বেশ কিছুদিন আগেই বিকিনি লুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মিথিলা। এবার সম্পূর্ণ ভিন্ন ও ঐতিহ্যবাহী লুকে দর্শকদের তাক লাগিয়ে দিলেন তিনি—রাজকীয় জামদানি শাড়িতে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জাতীয় পোশাকটি নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন মিথিলা। তিনি লিখেছেন, “মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে, যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত উত্তরাধিকার।” মুঘল সম্রাট, নবাব এবং বাংলার অভিজাত নারীদের জন্য বোনা জামদানি শাড়ি শত শত বছরের সাংস্কৃতিক গর্বের প্রতীক—এ কথাই তুলে ধরেছেন তিনি।
১৭ শতকের মুঘল যুগ থেকে শুরু হওয়া জামদানির ঐতিহ্য আজও বহমান। বাংলার কালজয়ী তাঁত থেকে হাতে বোনা জামদানির নকশা, শিল্পকলা এবং নৈপুণ্য মুগ্ধ করেছে বিশ্বকে। মিথিলার পরা বিশেষ শাড়িটি তৈরি হয়েছে সেরা সুতির তন্তু দিয়ে এবং এতে যুক্ত করা হয়েছে স্বর্ণালি জরি মোটিফ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের দক্ষ তাঁতশিল্পীদের হাতে বোনা এই শাড়িটি পুরোপুরি তৈরি করতে লেগেছে ১২০ দিনেরও বেশি সময়। শাড়িটির ডিজাইনার আফ্রিনা সাদিয়া সৈয়দা।
জাতীয় এই পোশাকে ফুটে উঠেছে শাপলা ফুলের মোটিফ—যা বাংলাদেশের জাতীয় ফুল। শুধু শাড়িতেই নয়, মিথিলার স্বর্ণের গয়নাতেও মিল রয়েছে একই শাপলা নকশার। তাঁর গয়নার নকশা করেছেন ৬ ইয়ার্ডস স্টোরির লরা খান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।