‘সোলজার’-এ নতুন চমক, যোগ দিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:১৫
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তানজিন তিশা-র লুক প্রকাশের উত্তাপ এখনও কমেনি। তবে এবার নতুন কৌতূহল সৃষ্টি করেছে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার-এর আকস্মিক যোগদান।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাকিন কিছু ছবি প্রকাশ করেন, যেখানে তাকে ঘন দাড়ি নিয়ে দেখা গেছে। তবে অভিনেতা নিজের চরিত্রের নাম বা কোনো অন্যান্য তথ্য প্রকাশ করেননি।
নেটিজেনদের ধারণা, এই অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমায় তিনি সম্ভবত খলনায়ক বা নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। ছবির লুক ও কাস্টিং নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই বড়সড় চমকের অপেক্ষা তৈরি হয়েছে।
‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ, এবং শাকিব খান এতে মূল ভূমিকায় রয়েছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।