বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

আমার বয়স বেশি না

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:২০

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ওয়েব সিরিজ ‘তাকদীর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শক ও ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি নিজের একটি পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সাদিয়া লিখেছেন, ফেব্রুয়ারি মাস থেকে জমে থাকা অনেক ছবি ও ভিডিও পোস্ট করতে ইচ্ছে হয়নি, আর এখন এগুলো পোস্ট করার আগ্রহও নেই। তিনি বলেন, “আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?”

তিনি আরও যোগ করেন, “একটা ছবি বা ভিডিওর পেছনে কতটা এফোর্ট দিতে হয়! ছবি সিলেক্ট, এডিট, তারপর গান সিলেক্ট করা। এখন এগুলো অনেক প্রেসার দেয়। নাহ, আমার বয়সও তো বেশি না, তবুও এমন কেন হয়? আচ্ছা, এমনটা কি আপনাদের সাথেও হয়?”

সাদিয়ার কথায়, পোস্টের সঙ্গে রিলেটেবল ক্যাপশনও ভাবতে হয়, যা আরও চাপ তৈরি করে।

কমেন্ট বক্সেও নেটিজেনরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, “হ্যাঁ, আমার সাথেও ঘটে, কোন গান রাখবো ভাবতে ভাবতে মুড চেঞ্জ হয়ে যায়।” আরেকজন মন্তব্য করেছেন, “পরিস্থিতি সব সময় এক থাকে না, মন খারাপে কোনো কিছুই ভালো লাগে না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top