তরুণীদের ডিম্বাণু সংরক্ষণের পরামর্শে বিতর্কে রাম চরণের স্ত্রী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:২৬
দক্ষিণী অভিনেতা রাম চরণের স্ত্রী ও অ্যাপোলো লাইফের ভাইস চেয়ারপারসন উপাসনা কামিনেনী সম্প্রতি তরুণীদের ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আইআইটি হায়দরাবাদের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিতদের মধ্য থেকে কারা বিয়ে করতে চান– এ প্রশ্নে ছেলেদের তুলনায় মেয়েদের কম হাত তুলতে দেখে উপাসনা বিষয়টিকে “অগ্রগতির লক্ষণ” ও “দেশ বদলাচ্ছে” বলে মনে করেন। এরপর নারীদের নিজের জীবন নিয়ন্ত্রণে রাখতে ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ দিয়ে তিনি বলেন, “মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি।”
তার মতে, ডিম্বাণু সংরক্ষণের সুবিধা থাকলে সমাজ বা পরিবার নয়, বরং মেয়েরাই সিদ্ধান্ত নিতে পারবে কবে বিয়ে করবেন কিংবা মাতৃত্ব গ্রহণ করবেন।
তবে উপাসনার এই বক্তব্য ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। অনেকেই অভিযোগ তুলেছেন যে তিনি সমাজকর্মী হিসেবে নয়, বরং বেসরকারি হাসপাতালের এক শীর্ষ কর্মকর্তা হিসেবে ‘ব্যবসায়িক স্বার্থে’ এমন পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “উনি আসলে আইভিএফ বিক্রি করতে এসেছেন।” অনেকে আবার তার ব্যক্তিগত জীবন টেনে কটাক্ষ করেছেন—“নিজে সোনার চামচ মুখে নিয়ে জন্মেও ২৩ বছর বয়সে কেন বিয়ে করলেন?”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।