বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ধনুশ-সাই পল্লবীর জুটি ফের বড় পর্দায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৪:০৮

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি ধনুশ ও সাই পল্লবী আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলে জোর আলোচনা চলছে। ভক্তরা দীর্ঘদিন ধরে এই জুটির পুনর্মিলনের অপেক্ষা করছিলেন, বিশেষ করে ‘মারি টু’ সিনেমার অবিস্মরণীয় রসায়ন এবং ‘রাউডি বেবি’ গানের বিশ্বজয়ী সাফল্যের পর।

ধনুশের পরবর্তী সিনেমা ‘ডি৫৫’ (সাময়িক নাম)-এ তার বিপরীতে নায়িকা হিসেবে সাই পল্লবীর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার পেরিয়াসামি। টাইমস অব ইন্ডিয়া ও সিনেমা এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে নায়িকার জন্য পূজা হেগড় ও পরে মীনাক্ষী চৌধুরীর নাম উঠলেও সর্বশেষ নির্মাতারা সাই পল্লবীকেই চূড়ান্তভাবে বিবেচনা করছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবু তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ধনুশ ও সাই পল্লবী প্রথমবার জুটি বেঁধেছিলেন ‘মারি টু’ সিনেমায়। সেই সিনেমার ‘রাউডি বেবি’ গান ইউটিউবে ১ বিলিয়ন ভিউ অর্জন করে প্রথম দক্ষিণ ভারতীয় গান হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘ডি৫৫’ সিনেমার শুটিং আগামী বছরের শুরুতে শুরু হবে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

এদিকে ধনুশের সর্বশেষ সিনেমা ‘ইডলি কাডাই’ গত ১ অক্টোবর মুক্তি পেয়েছে। হিন্দি ভাষার ‘তেরে ইশক মেইন’ সিনেমাটি চলতি মাসের শেষের দিকে মুক্তির অপেক্ষায়।

সাই পল্লবীর সর্বশেষ সিনেমা ‘থান্ডেল’ ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি বলিউডেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমির খানের পুত্র জুনায়েদ খানের বিপরীতে অভিনীত ‘মেরে রাহো’ ১২ ডিসেম্বর মুক্তি পাবে। এছাড়া নিতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে রণবীর কাপুরের বিপরীতে কাজ করছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top