বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

আমার খুব কান্না আসছে : মিথিলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৪৭

সংগৃহীত

থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্স ৭৪তম আসরের চূড়ান্ত পর্বের আগে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বিশ্বমঞ্চে দেশের ঐতিহ্য তুলে ধরেছেন। গতকাল (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ‘ন্যাশনাল কস্টিউম রাউন্ড’-এ মিথিলা পরেছিলেন সাদা রঙের ঢাকাই জামদানি শাড়ি, যা বাংলাদেশের জাতীয় ফুল শাপলার মোটিফে সজ্জিত।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা এই পোশাককে ‘দ্য কুইন অফ বেঙ্গল’ হিসেবে পরিচয় করান। তিনি বলেন, “ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরল না। স্টেজে নিজের দেশকে উপস্থাপন করা সত্যিই বড় সাহস ও শক্তির প্রয়োজন।”

পারফরম্যান্সের পর তিনি ফেসবুক লাইভে বলেন, “আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্স ভালো হয়েছে এবং সবাই প্রশংসা করেছে। দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা একটি অনন্য অনুভূতি।”

বিশ্বজুড়ে ১২১টি দেশের সুন্দরী অংশগ্রহণ করছেন এই আসরে। আগামীকাল জানা যাবে কে দখল করবেন ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর কাঙ্ক্ষিত মুকুট।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top