প্রাক্তন স্ত্রীর সঙ্গে পর্দায় ফিরতে চলেছেন প্রসেনজিৎ?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
বাঙালি সিনেমার জনপ্রিয় প্রাক্তন জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়ের বিষয়ে নতুন খবর মিলেছে। একসময় বড় পর্দার সুপারহিট জুটি থাকা এই অভিনেতা-অভিনেত্রী, ব্যক্তিগত জীবনের কারণে ১৯৯৫ সালে আলাদা পথ বেছে নেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রসেনজিৎ জানিয়েছেন, “এই মুহূর্তে দেবশ্রী রায়ের সঙ্গে কাজ করতে আমার কোনও সমস্যা নেই। এর আগে আমাদের কাজ নিয়ে কথাও হয়েছে। নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় আমাদের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তাকে নিয়ে ‘প্রাক্তন ২’ বানাতে চেয়েছিলেন। আশা করছি, খুব শিগগিরই ভালো কিছু খবর শোনাতে পারব।”
তিনি আরও বলেন, “দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের সময় আমাদের বয়স কম ছিল। তখন নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলাম, লজ্জা পেয়েছিলাম। কিন্তু সময়ের সঙ্গে ক্ষতও শুকোয়, অভিমানও কমে যায়। আজ প্রাক্তন স্ত্রীর সঙ্গে কাজ করতে আমার কোনও অসুবিধা নেই।”
উল্লেখ্য, ১৯৯২ সালে দেবশ্রীকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ। তিন বছরের দাম্পত্যের পর ১৯৯৫ সালে তারা আলাদা হন। এরপর তিনি ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকুরতাকে, ২০০২ সালে অর্পিতা পালকে বিয়ে করেন।
এই ঘোষণার সঙ্গে স্বাভাবিকভাবে সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগছে। দেখার বিষয়, কত দ্রুত ‘প্রাক্তন ২’-এর রঙিন পর্দায় তারা আবার একসঙ্গে হাজির হতে পারেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।