রুক্মিনি মৈত্র ‘দিদি নম্বর ওয়ান’-এ হাজির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৪৮
প্রেক্ষাগৃহে মুক্তির আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় আসছে রুক্মিনি মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। কিন্তু মুক্তির আগেই রুক্মিনি দর্শকদের চমকে দিচ্ছেন ছোট পর্দায় হাজির হয়ে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমার প্রচারণার অংশ হিসেবে রুক্মিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে। সঞ্চালক রচনা ব্যানার্জির শো-তে তার উপস্থিতি দর্শকদের জন্য বিশেষ বিনোদনের আভাস দিচ্ছে।
আগামী রোববার সম্প্রচারিত এই বিশেষ পর্বে রুক্মিনির সঙ্গে অংশ নিচ্ছেন স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে ও সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। নাচ-গান ও আড্ডায় জমজমাট এই পর্ব ইতিমধ্যেই প্রকাশিত প্রোমোতে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
প্রোমোতে দেখা যায়, রুক্মিনির আবদারে সঞ্চালক রচনা ব্যানার্জি হেডফোন দিয়ে খেলাধুলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন। এই অমায়িক ও খোলামেলা মনোভাব মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। যদিও শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া খুঁজে পান, গল্পের বাঁক ভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। সিনেমার মুক্তির ঠিক আগে রুক্মিনির এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।